Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এবিএম রাশেদুল কবির-চেয়ারম্যান ০১৭১৩৭৯২৯৪৫,   মোঃ সাখাওয়াত হোসেন- উদ্যোক্তা 01744975531


কৃষি অফিসের সেবার তালিকা

   * সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
   * কৃষকদের দক্ষ ওসম্প্রসারণ সেবা দেওয়া
   * কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
   * চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
   * সকল শ্রেণীর কৃষকদেরসাথে কাজ করা
   * কৃষি গবেষণা ও সম্প্রসারণ কাযর্ক্রমজোরদার করন
   * সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
   * উপযুক্তসম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
   * সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
   * সম্মিলিত সম্প্রসারণ কাযর্ক্রমগ্রহণ
   * পরিবেশ সংরক্ষণে সমন্বিতসহায়তা প্রদান
   * কৃষি বাণিজ্যিকী করন
   * কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার

  • চাষী পর্যায়ে উন্নত মানের ধান,গম ও পাট বীজ উৎপাদনসংরক্ষণ ও বিতরন প্রকল্প
     

  • ১। উচ্চ ফলনশীল বীজের ঘাটতি পূররে মান সম্মত বীজ উৎপাদন বৃদ্ধি।
  • ২। গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সর্বশেষ ছাড়কৃত ধান, গম ও পাটের উন্নত জাতের সমপ্রসারণ
  • ৩। অধিকহারে উন্নতমানের বীজ উৎপাদনকারী কৃষক সৃষ্টি করা।
  • ৪। বীজ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত করনে মহিলাদের অংশগ্রহন বৃদ্ধি করে দারিদ্র
  • বিমোচনে সহায়তা করা।
  • ৫। পরিবেশের ভারমাস্যতা সংরক্ষণের জন্য mgwš^Z বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বালাই 
  • নাশকের ব্যবহার কাংখিত পর্যায়ে নামিয়ে আনা।
  • ৬। মানসম্মত বীজ উৎপাদনে কৃষকদের দক্ষ করে গড়ে তোলা।
  • ৭। কৃষক পর্যায়ে স্বল্প সময়ের মধ্যে উন্নত জাতের বীজের বিস্তার ঘটানো।

 

চাষী পর্যায়ে উন্নত মানের ডাল ,তেল ও পেঁয়াজ বীজ উৎপাদনসংরক্ষণ ও বিতরন প্রকল্প

 

  • প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধি করত: চাষী পর্যায়ে উন্নতমানের বীজ ব্যবহার নিশ্চিত করা।
  • মানসম্মত ডাল, তেল এবং পেঁয়াজ বীজ উৎপাদন করত: বীজের ঘাটতি পূরণ করা।
  • হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি করা।
  • ডাল,তেল ও পেঁয়াজ আমদানি বন্ধ করত: বৈদেশিক মুদ্রায়র ব্যয় কমানো।
  • মহিলাদের অংশগ্রহনের মাধ্যমে বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিক্রয়ের মাধ্যমে দারিদ্র বিমোচন।
  • বৃহৎ পরিসরে মানসম্মত বীজ উৎপাদনকারী চাষীর সংখ্যা বৃদ্ধি করা।

 

ডালতেলপেয়াজ প্রকল্প বাস্তবায়নে গৃহীত কর্মসূচী সমূহ

 

  • বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী    
  • মাঠ দিবস                      
  • কৃষক প্রশিক্ষণ                 
  • এসএএও প্রশিক্ষণ
  • কর্মকর্তা প্রশিক্ষণ
  • কর্মশালা