জরুরী বিজ্ঞপ্তী
এতদ্বারা সর্ব সাধারণকে জানানো যাইতেছে যে, ফরক্কাবাদ সোনালী ব্যাংক এর পরিবর্তে ফরক্কাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে বিদ্যুৎ বিল পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। তাই আগামী ১৫/১০/২০১৮ ইং তারিখ প্রতি সপ্তাহে রবিবার হইতে বৃহস্পতিবার সকাল-৯.০০ ঘটিকা হইতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ বিল গ্রহন করা হইবে।
বিল পরিশোধের সার্ভিস চার্জ-
০১ হইতে ৬০০ পর্যন্ত = ৫/-
৬০১ হইতে ১৫০০ পর্যন্ত = ১০/-
১৫০১ টাকার অধিক= ১২/-
বিল পরিশোধের স্থানঃ
NRBC Bank(Agent Ponit)
ফরক্কাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার
বিরল, দিনাজপুর।
01744975531
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস