ফরক্কাবাদ ইউনিয়নের রুক চিড়ে বয়ে গেছে একটি মাত্র নদী। সেই নদীটির নাম হলো পূর্ণভবা নদী। ২,৩,৫,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মাগুরাবান্দ/দহগ্রাম/রেজাইকুড়/দুপ্তইড়/পার-ফরক্কাবাদ/মেড়াগাও/দহগা/দহগা রামনগর/চক কাঞ্চন এর উপর দিয়ে প্রবাহিত এই নদীটি এবং ৯নং ওয়ার্ডের উপর দিয়ে ছোট একটি আরো নদি প্রবাহিত হয়েছে যার নাম ঢেপ নদি নামে পরিচিতি। এটি পূর্ণভবা নদি হতে বাহির হয়ে আবার পূর্ণভবায় মিলিত হয়েছে। বর্ষায় পূর্ণ রূপে অবতীরন হয়,তবে শীত কালে প্রায় শূকিয়ে যায়।
উল্লেখ যোগ্য ফরক্কাবাদ ইউনিয়নে দেওয়ানজিদিঘি নামে একটি বাড় পুকুর আছে। পুকুরটি ৫২বিঘা নিয়ে অবস্থিত। পুকুরটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হয়ে ফরক্কবাদ গ্রামের রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস